শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনা সমিতির মানববন্ধন

জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনা সমিতির মানববন্ধন

জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনা সমিতির মানববন্ধন

ময়মনসিংহ, ০৮ মার্চ, এবিনিউজ : নেত্রকোনা জেলার কৃতিসন্তান বরেণ্য লেখক, শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ জাফর ইকবালের উপর বর্বোরচিত হামলার প্রতিবাদে নেত্রকোনা সমিতি ময়মনসিংহ এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় ময়মনসিংহ মহানগরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তারা বলেন, জাফর ইকবাল এর উপর হামলাকারী যেই হোক না কেন, বর্তমান সরকার তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে এমনটাই প্রত্যাশা তাদের।

এসময় আরো বক্তব্য রাখেন- নেত্রকোণা সমিতি ময়মনসিংহ এর সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আবদুল হক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম খান জামাল, উপদেষ্টা আব্দুর রহমান ও মুসলেম উদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,জ্যোতির্ময় সাহা, শাহীনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ফুরকান আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল আল মাসুম খোকন প্রমুখ।

এবিএন/ময়মনসিংহ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত