শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ময়মনসিংহ জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ, ০৮ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের জেলা প্রশাসক ও পদাধিকারবলে ময়মনসিংহ প্রেসক্লাবের বিদায়ী সভাপতি খলিলুর রহমানকে গতকাল বুধবার রাত ৮টায় ময়মনসিংহ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ্য, মন্ত্রী পরিষদের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়ে বদলী হচ্ছেন ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। কয়েকদিনের মধ্যেই তিনি মন্ত্রণালয়ে নিজ কর্মস্থলে যোগ দিবেন।

তিনি দীর্ঘদিন থেকে সততা নিষ্ঠার সাথে ময়মনসিংহে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দ্বায়িত্বরত ছিলেন। এসময় সাধারণ মানুষের আস্তাঅর্জন করে পদোন্নতি নিয়ে চলে যাচ্ছেন অন্যত্র।

জানা যায়, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান ময়মনসিংহ জেলার সকল মানুষের কাছে ফ্লাওয়ার ম্যান হিসেবে সমধিক পরিচিত।

বিদায় অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ বক্ত্যবে বলেন, তিনি তার কার্যালয় ময়মনসিংহ ডিসি অফিসকে নানাভাবে সাজিয়েছেন। এখন এই অফিসটি দৃষ্টিনন্দন। বিগত সময়ের সেই পুরনো ভবনটি এখন আর আগের মতো নেই। সভা কক্ষসহ আশপাশ ভবন এবং অভ্যন্তরে আমুল পরিবর্তনসহ পাশে সুবিধাভোগীদের বসার জন্যে আলাদা ভবন করা হয়েছে।

অফিসের বিভিন্নস্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে। যার মূল উদ্দেশ্য হলো, ডিসি অফিসকে দালাল মুক্ত রাখা, কোনো কর্মকর্তা বা কর্মচারী যেনো কোনো সুবিধাভোগীকে হয়রানি বা অবৈধ লেনদেন করতে না পারে। ব্রহ্মপুত্র নদ অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং উনার নির্দেশনায় জেলার সকল উপজেলায় অবৈধ দখলে থাকা সরকারি জমি উদ্ধারে তার ভূয়সী প্রশংসা করেন।

সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, মো: খলিলুর রহমানের সাহসী পদক্ষেপে বাল্যবিয়ে মুক্ত হয়েছে ময়মনসিংহ।

বিদায়ী প্রেসক্লাব সভাপতি ও জেলা প্রশাসক মো: খলিলুর রহমান বলেন, দায়িত্বকালীন সময়ে উন্নয়ন আমার রাষ্ট্রীয় কাজের একটি অংশ। আমি মনে করি এটা চাকুরির একটা অংশ। আর সেই ভাবনা থেকেই আমি এসব করেছি। আমার সকল কাজে সাংবাদিকসহ সকল মহল বিভিন্ন ভাবে আমাকে সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দেশ অগণিত মানুষের রক্তের বিনিময়ে পাওয়া একটি স্বাধীন রাষ্ট্র। জনবান্ধব প্রশাসন যন্ত্রে সোনার বাংলাকে সমৃদ্ধ করতে সাংবাদিকরা এগিয়ে আসুক এই প্রত্যাশা করি।

বিদায় অনুষ্ঠানের শুরুতে ক্লাব সভাপতি ও জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেনের ব্যক্তিগত পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়াও প্রেসক্লাব এর পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন ক্লাব সাধারণ সম্পাদক মেখ মহিউদ্দিন আহমেদ।

প্রেসক্লাব সহ-সভাপতি অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- নওয়াব আলী, সাংবাদিক আতাউল করিম খোকন, নিয়ামুল কবীর সজল, বাবুল হোসেন, মীর গোলাম মোস্তফা,কামরান পারভেজ প্রমুখ।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত