![ফুলবাড়ীতে জেলা প্রশাসক মীর খাইরুল আলমকে বিদায় সংবর্ধনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/sova_abnews_129325.jpg)
ফুলবাড়ী (দিনাজপুর), ০৮ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক মীর খাইরুল আলমকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার মো. তৌহিদুর রহমান (অ:দ:) সভাপতিত্বে এক বিদায়ী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান অধ্যাক্ষ খুরশিদ আলম মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জরুল কাদের, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ এটি এম হামিম আশরাফ,উপজেলা প্রকৌশলী মো. সাহিদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা পারভিন প্রমুখ।
আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসক মীর খাইরুল আলমকে উপজেলা পরিষদে পৌচ্ছালে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা সভার শেষে জেলা প্রশাসক মীর খাইরুল আলমকে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে বিদায় জানানো হয়।
এসময় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এবিএন/আফজাল হোসেন/জসিম/এমসি