![নাসিরনগর উপজেলা ৫১ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক লীগ কমিটির আত্মপ্রকাশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/000_129328.jpg)
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ০৮ মার্চ, এবিনিউজ : জেলার নাসিরনগর উপজেলা ৫১ সদস্য বিশিষ্ট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কমিটির আত্মপ্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার বেলা ২ ঘটিকার সময় স্থানীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্জ্ব এ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাউছারের উপস্থিতিতে এ কমিটির আত্মপ্রকাশ ঘটে।
তাছাড়াও এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মঈন উদ্দিন মঈন, সাংগঠনিক সস্পাদক শেখ সোহেল রানা টিটু, খাইরুল হাসান জুয়েল, সাজ্জাদ শাকিব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সোহেল রানা মনির, মোঃ মোস্তাফিজুর রহমান বিল্পব, স্বেচ্ছাসেবক লীগ প্রচারক সম্পাদক ঢাকা মহানগর প্রবাল দত্ত, পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্মল চ্যাটার্জী, সভাপতি ঢাকা মহানগর পূর্ব বাবু দেবাশীষ বিশ্বাস, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এডঃ মোঃ লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুজ্জামান (আরিফ)।
উল্লেখ্য, গত ১লা ফেব্রুয়ারি ২০১৮ মোঃ আবুল কালাম আজাদকে আহবায়ক,সৈয়দ জাকির হোসেন, মোঃ আব্দুল হান্নান, মোঃ রফিকুল ইসলাম নীরব, মিহির কুমার দেব ও জালাল আহমেদ সহ ৫ জনকে যুগ্ন আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট নাসিরনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির অনুমোদন দেয় জেলা কমিটির সভাপতি এডঃ মোঃ লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুজ্জামান (আরিফ)। এ সময় নতুন কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেয়।
এবিএন/মোঃ আব্দুল হান্নান/জসিম/রাজ্জাক