শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

তারাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

তারাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

তারাগঞ্জ (রংপুর), ০৮ মার্চ, এবিনিউজ : “সময় এখন নারীর উন্নয়নে তারা: বদলে যাচ্ছে গ্রাম শহরে কর্মজীবন ধারা”, “নারী নির্যাতনকে না বলুন, সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পল্লীশ্রীর সহযোগিতায় র‌্যালি ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারীর অধিকার বাল্য বিয়ে সম্পর্কে সম্যক ধারনা নারীর প্রতি সহিংসতার ধরণ, কারণ ও প্রতিরোধে করণীয় নারীর অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট আইন সমুহ সভায় বক্তারা তুলে ধরেন।

দিবসটি উপলক্ষে পল্লীশ্রীর ভ্যান যোগে র‌্যালিতে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয় ও র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এতে সভাপতিত্ব করেন ইউএনও জিলুফা সুলতানা।

উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ, পল্লীশ্রী ক্রিয়েটিং স্পেস প্রকল্পের প্রজেক্ট অফিসার সাজেদুল ইসলাম সুজন প্রমুখ।

এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত