![ফুলবাড়ীয়ায় কনে যাত্রীর গাড়ী উল্টে শিশুসহ অাহত ৮](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/img_2695_129337.jpg)
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ), ০৮ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় কনে যাত্রীবাহী গাড়ী ( ঢাকা- জ- ৫৮২৭- ৩) উল্টে শিশু অংকুষ পাল (৫)সহ ৮ জন কনে যাত্রীর অাহত হওয়ার খবর পাওয়া গেছে। অাহতদরেকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি করা হয়েছে।
অাহতরা হলেন, জয়পাল (১০), সুশিল পাল (৫০), অনিমা পপাল (৫০), কিরণ পাল (৬০), রঞ্জন পাল (৩৫), সাধন পাল (৪৫), মিনতী পাল (৪০)।
জানা যায়, গত দুই দিন পূর্বে জেলার ভালুকা উপজেলা চান্দের অাটি গ্রামের সাধন চন্দ্র পালের মেয়ে সাথে ফুলবাড়ীয়ার পুটিজানা ইউনিয়নের বেড়ীবাড়ী গ্রামের সন্তোষ পালের পুত্র সুমন পালের বিয়ে সম্পন্ন হয়।
অাজ বৃহস্পতিবার মেয়ের বাবার বাড়ী থেকে ছেলের বাড়ী বৌভাত অনুষ্ঠানে অাসার সময় শিবগঞ্জ ফুলবাড়ীয়া রাস্তার কুশমাইল জলিলিয়া দাখিল সামনে বাসটি উল্টে যায়। পরে স্থানীয় লোকজনসহ ফুলবাড়ীয়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থল এসে অাহতদের উদ্ধার করে।
এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/রাজ্জাক