![কিশোরগঞ্জে তিন দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/training_abnews_129339.jpg)
কিশোরগঞ্জ, ০৮ মার্চ, এবিনিউজ : কিশোরগঞ্জ বত্রিশ প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে শুরু হওয়া তিন দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার শেষ হয়েছে।
তিন দিনের প্রশিক্ষণে ৫০ জন নারী-পুরুষ শিল্প উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিসিক -এর সহকারী মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন- যুবউন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. রুকন উদ্দিন ভুইয়া, পূবালী ব্যাংক কর্মকর্তা মো. এটিএম কামরুল ইসলাম, বিসিক শিল্পনগরী কর্মকর্তা আসলাম কবীর ,বিসিক সম্প্রসারণ কর্মকর্তা খোদেজা আক্তার।
আরো উপস্তিত ছিলেন- বিসিক হিসাবরক্ষক কর্মকর্তা মো. শফিকুল আলম, বিসিক কর্মচরিী ইউনিয়নের আঞ্চলিক কার্যালয়ের উপদেষ্টা কমিটির সদস্য মো. জসিম উদ্দিন ভুইয়া প্রমুখ।
প্রশিক্ষণে যুবসমাজকে দক্ষ শিল্প উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরে তাদের হাতে প্রশিক্ষণ সনদ তোলে দেওয়া হয়।
এবিএন/শাফায়েত নাজমুল/জসিম/এমসি