![দৌলতপুরে অগ্নিকান্ডে কৃষকের ক্ষতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/dulotpur-kustia_129346.jpg)
দৌলতপুর (কুষ্টিয়া), ০৮ মার্চ, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম এলাকায় অগ্নিকান্ডে কৃষকের ঘর পুড়ে গেছে। এ সময় কয়েকটি গবাদি পশু পুড়ে গেছে।
এলাকাবাসী জানাায়, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোয়ালগ্রাম মোল্লাপাড়া গ্রামের জমির উদ্দিন মোল্লার ছেলে ভাষান মোল্লার বাড়ির রান্নাঘরে বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। আগুনে রান্নাঘর সম্পুর্ণ পুড়ে যায়।
এসময় আসবাবপত্র ও তিনটি ছাগল পুড়ে যায়।
এবিএন/জহুরুল হক/জসিম/এমসি