![চিকনগুনিয়া ও ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই : স্বাস্থ্যমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/nasim_129349.jpg)
ঢাকা, ০৮ মার্চ, এবিনিউজ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এবছর চিকনগুনিয়া ও ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। স্বাস্থ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘চিকনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক বৈঠকে এ কথা বলেন।
তিনি বলেন, ‘মহামারি তো দূরের কথা, এটা ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। তবে নাগরিকসহ সংশ্লিষ্ট সবাইকে মশা নিধনে এগিয়ে আসতে হবে।’ মোহাম্মদ নাসিম বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, এডিস মশা কমেছে। তারপরেও আমাদের কাজ করে যেতে হবে।
চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মহানগরের বাসিন্দাদেরও সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, এডিস মশা সাধারণত বাসাবাড়িতে ফুলের টব, টায়ার, ফ্রিজ, এসিতে জমে থাকা পানিতে জন্মায়। এসব পরিষ্কারে নগরের প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। নিজ বাড়ির আঙিনা ও চারপাশও পরিষ্কার রাখতে হবে। তাহলে মশা জন্মাবে না।
সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
আবুল কালাম আজাদ বলেন, মশা নিয়ন্ত্রণে প্রথম দায়িত্ব বাড়ির লোকদের। বাসার আশেপাশে যেন ময়লা ও পানি না জমে তা দেখতে হবে। বাসস।
এবিএন/মমিন/জসিম