![ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্কুল ছাত্র রাসেল বাঁচতে চায়](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/dsc_0000249_129355.jpg)
কিশোরগঞ্জ, ০৮ মার্চ, এবিনিউজ : স্কুলের আঙ্গিনায় বাড়ি। প্রধান শিক্ষকের সাথে তার খুব ভাব। রোজ সকাল আর বিকাল স্কুলের বাগানে পানি দেওয়া ছিল তার নেশা। স্কুল পরিচ্ছন্নতার কাজে সবার সামনে রাসেল। প্রতিটি ক্লাসের ফাঁকে পছন্দসই জায়গায় বসার জন্য বই নিয়ে ছুটাছুটি করতো রাসেল। মন ছিল অস্থির-স্বভাব ছিল ভদ্র। নানা রং এর রাসেল আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মরণ বাঁশির সুর যেনো কানে আসছে। দিন গুনছে কখন বিদায় ঘন্টা বাজবে।
জীবনের ছুটি নিয়ে সাদা মেঘের ভেলায় পরপারে যাবার পালা। তবুও সকলের আর্থিক সহযোগীতায় বই খাতা নিয়ে পাঠশালে যেতে চায় কচি এ শিশুটি।
কিশেরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ধলিয়ারচর গ্রামের রাসেল (৯)। পিতার নাম সোলতান মিয়া। পেশায় মাছ বিক্রেতা। একই এলাকার ধলিয়ারচর সরকারি প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। দুই ভাই এক বোন। রাসেল সবার বড়। শারীরিক অসুস্থতার কারণে ডাক্তারের কাছে যাওয়া হয় তাকে।
পরীক্ষা-নিরীক্ষা শেষে ডা. মোহসীন জানান. রাসেল দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সকলের নয়নের মনি রাসেলকে বাঁচাতে এগিয়ে আসুন। সমাজের সকল স্তরের বিত্তবান মানুষের কাছে আর্থিক সাহায্যের আকুতি জানিয়েছে রাসেল।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ প্রাইম ব্যাংক লিঃ কিশোরগঞ্জ শাখাঃ হিসাব নংঃ ১৯৬২১০১০০০০৯৪৪
বিকাশ নম্বর: ০১৯১৬০৬২২৩৪
এবিএন/শাফায়েত নাজমুল/জসিম/রাজ্জাক