
পাইকগাছা (খুলনা), ০৮ মার্চ, এবিনিউজ : পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন, র্যালী, আলোচনা সভা ও নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং ইউএসএআইডি, উইনরোক ও নবলোকের সহযোগিতায় আজ বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে “সময় এখন নারীর উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবনধারা” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট শেখ মোঃ নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স.ম. বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, শিবসা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, মুক্তিযোদ্ধা রনজিত কুমার সরকার, এ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, সাংবাদিক আব্দুল আজিজ, প্রভাষক ময়নুল ইসলাম, নবলোকের নারীর ক্ষমতায়ন প্রকল্পের ট্রেইনার নিলিমা নাসরিন, ফিল্ড অফিসার শারমিন নাহার বীথি, ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক মহিদুল ইসলাম, গ্রাম আদালত সহকারী ইকরামুল হক, বাবুল আক্তার, নাজমুন নাহার, সুক্লা মিত্র, সাবিনা বেগম ও সুপ্রিয়া মন্ডল।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/রাজ্জাক