![পাইকগাছায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/08.03.18-3_129359.jpg)
পাইকগাছা (খুলনা), ০৮ মার্চ, এবিনিউজ : পাইকগাছায় অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা উপজেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি এস,এম, সামছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবুল কালাম আজাদ, পৌর জাপার আহবায়ক গাজী আব্দুস সামাদ, এ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পী, প্রভাষক মোমিন উদ্দীন, ময়নুল ইসলাম, তরুন কান্তি মন্ডল, রবীন্দ্রনাথ কর্মকার, সাংবাদিক এন. ইসলাম সাগর, স্নেহেন্দু বিকাশ, কৃষ্ণ রায়, মাসুমা খাতুন, আশরাফুল ইসলাম রাবু, জুলি শেখ, রায়হান পারভেজ রনি ও ত্রিদীপ কুমার মন্ডল।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/রাজ্জাক