![পাইকগাছায় ১শ উপকারভোগী নারীকে সনদপত্র ও চেক প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/08.03.18-1_129360.jpg)
পাইকগাছা (খুলনা), ০৮ মার্চ, এবিনিউজ : পাইকগাছায় উপজেলা প্রকৌশল অধিদপ্তরের রুরাল এমপ্লয়মেন্ট এ- রোড মেইনটেইন্স কর্মসূচি-২ প্রকল্পের আওতায় ১শ উপকারভোগী নারীকে সনদপত্র ও চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকৌশলী মোঃ আবু সাঈদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট শেখ মোঃ নুরুল হক।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, রুহুল আমিন বিশ্বাস, কওসার আলী জোয়াদ্দার, দিবাকর বিশ্বাস, গাজী জুনায়েদুর রহমান ও রতন কুমার দাস।
অনুষ্ঠানে প্রকল্পের আওতায় কর্মরত ১০ ইউনিয়নের ১শ উপকারভোগী নারীর কর্ম মেয়াদ শেষ হওয়ায় তাদের প্রত্যেককে জমাকৃত দু’বছরের সঞ্চয় বাবদ ৩৭ হাজার ৩৬৮ টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/রাজ্জাক