বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চরমোন্তজের শুটকি পল্লির সংবাদ প্রকাশের পর পুলিশি অভিযান

চরমোন্তজের শুটকি পল্লির সংবাদ প্রকাশের পর পুলিশি অভিযান

চরমোন্তজের শুটকি পল্লির সংবাদ প্রকাশের পর পুলিশি অভিযান

পটুয়াখালী, ০৯ মার্চ, এবিনিউজ : পটুয়াখালীর দক্ষিণাঞ্চলের রাংগাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে দীর্ঘ দিন যাবৎ শুটকি পল্লীর গটফাদার কামাল সিকদারের সিন্ডিকেটে গড়ে উঠার অবৈধ শুটকি পল্লির কারনে প্রতিদিন শুটকি মাছের পচাঁ গন্ধে প্রতিনিয়ত বারছে নানান রোগবালাই। স্থানীয় ক্ষমতাবান ব্যক্তি ও পটুয়াখালী জেলার পরিবেশ অধিদপ্তরের নাকের ডগার উপর শুটকি ব্যবসায়ী সিন্ডিকেটের গটফাদার কালাম সিকদারের অধিনে প্রায় অর্ধ শতাধিক নিষিদ্ধ বাধাঁ জাল জেলে ও শুটকি ব্যবসায়ী দিয়ে, প্রতিদিন কোটি কোটি ইলিশ পোনা সহ বিভিন্ন প্রজাতির মাছ ধ্বংস করে, প্রকাশ্যে শুটকি তৈরী ও বাতাসে পচাঁ গন্ধ ছরিয়ে পরিবেশ বিপর্যায়ের কারনে, বসবাস করছে কমলমতি প্রাইমারী, মাদ্রাসা ও এ সত্তার মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষার্থী সহ নানান বয়সী মানুষজন। স্থানীয় জনসাধারণের কাছ থেকে জানা যায়, এ অবৈধ ও নিষিদ্ধ শুটকির পচাঁ দূর্গন্ধে তারা আজ বিভেশিকার জীবনযাপন করছে, এর কোন প্রতিবাদ কেউ করেনি।

তাছারা প্রতি মৌসুম সহ সারা বছরেই নানান রোগবালাই বহন করছে এখানকার জনসাধারণ। স্থানীয় বাজারের ঔষধ বিক্রির দোকান গুলোতে খোজ নিয়ে জানা যায় চলতি ২০১৮ইং সালে ফেব্রুয়ারী মাসেই প্রায় ৫ হাজার স্যালাইন বিক্রি হয়, শুটকি পল্লির কারনে। এ বিষয়ে জাতীয়, অভ্যান্তরীন ও আন্তর্তজাতিক সংবাদ পত্রে, সংবাদ প্রকাশ হওয়ার পর, প্রশাসনের টনক নরলে গত, ৫ মার্চ ২০১৮ই সোমবার অবৈধ শুটকি ব্যবসায়ী কামাল সিকদারকে আটক করে রাংগাবালী থানা পুলিশ।

পরে ৬ মার্চ ২০১৮ ইং তারিখে অবৈধ শুটকি পল্লি দ্রুত সরিয়ে নেয়ার প্রতিশ্রুতির মুচলেকা নিয়ে ছেরে দেয়া হয়েছে বলে শুটকি ব্যবসায়ী কামাল সিকদার প্রতিবেদকককে জানা যায়। এবিষয়ে রাংগাবালী থানা সুত্রে চরমোন্তাজের শুটকি ব্যবসায়ী কামাল সিকাদর কে ঐ দিনে বিভিন্ন দিক বিবেচনা করে পরিবেশ রক্ষায় শর্তসাপেক্ষে তাকে ছেরে দেয়া হয়েছে বলে জানা যায়। চরমোন্তাজ ইউনিয়ন বাসী, প্রশাসনের সহযোগীতায় পরিবেশ দূষণ মুক্ত থেকে সস্তির বাসাত পাবে এটাই তাদের প্রত্যাশা। শুটকি পল্লি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে আমাদের সাথেই থাকুন।

এবিএন/জিল্লুর রহমান জুয়েল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত