![সিরাজগঞ্জে প্রিমিয়াম লীগ এসপিএল টুর্নামেন্টের দ্বিতীয় আসর উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/09/abnews-24.bbbbb_129399.jpg)
সিরাজগঞ্জ, ০৯ মার্চ, এবিনিউজ : জাতীয় মানের খেলোয়ার তৈরির লক্ষে সিরাজগঞ্জে দ্বিতীয় বারের মত আয়োজন করা হয়েছে সিরাজগঞ্জ প্রিমিয়াম লীগ এসপিএল-টি২০। সিরাজগঞ্জ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ শুক্রবার সকালে শহীদ শামছুদ্দিন ষ্টেডিয়ামে লীগের উদ্বোধন করেন, স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এমদাদুল হক,
জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম সফি প্রমূখ উপস্থিত ছিলেন। পয়েন্ট ভিত্তিক এই লীগ ২৩ মার্চ ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে। এবারের আসরে সিরাজগঞ্জ লায়ন্স, সিরাজগঞ্জ টাইগার্স, সিরাজগঞ্জ স্টারস, সিরাজগঞ্জ সুপার কিংস এবং সিরাজগঞ্জ সিক্সসার্স নামে ৫ টি দল অংশ গ্রহন করছে। আর এই ৫ টি দলে স্থানীয় খেলোয়ারদের পাশাপাশি জাতীয় দলের খেলোয়াররা খেলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা