শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সিরাজগঞ্জে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

সিরাজগঞ্জে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ, ০৯ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জে কাজিপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত খোকন সরকার (২১) মারা গেছে। আজ শুক্রবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে কাজিপুর উপজেলার বেলতৈল গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।

কাজিপুর থানার এসআই রকি পারভেজ জানান, বেলতৈল ই.আর উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার রেজাল্ট উপলক্ষে ছাত্র ছাত্রীরা ২ ফেব্রুয়ারি আনন্দ মিছিল বের করে। মিছিলে ছাত্র ছাত্রীদের গাড়ি ভাড়া নিয়ে স্কুল শিক্ষক সুলতান ও কেরানী কোবাদ আলীর মধ্যে কথাকাটাকাটি হয়।

এরই জের ধরে ২৬ ফেব্রুয়ারি বিকেলে উভয়ের গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে খোকন সরকারসহ কমপক্ষে ১১ জন আহত হয়। গুরুতর আহত খোকন সরকারকে উল্লেখিত হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে নিহত খোকনের চাচি মনোয়ারা বেগম বাদী হয়ে ২৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত