শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দৌলতপুরে ডিস ব্যবসার কন্ট্রোলরুম সীলগালা সত্বেও চালু করল ডিস ব্যবসায়ী!

দৌলতপুরে ডিস ব্যবসার কন্ট্রোলরুম সীলগালা সত্বেও চালু করল ডিস ব্যবসায়ী!

দৌলতপুরে ডিস ব্যবসার কন্ট্রোলরুম সীলগালা সত্বেও চালু করল ডিস ব্যবসায়ী!

দৌলতপুর (কুষ্টিয়া), ০৯ মার্চ, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নে অবৈধভাবে ডিস ব্যবসা করায় ভ্রাম্যমাণ আদালত ডিস নেটওয়ার্কের কন্ট্রোল রুম সীলগালা করার পর আবারও তা খুলে ডিস নেটওয়ার্কের কন্ট্রোল রুম চালু করেছে ডিস নেটওয়ার্কের মালিক। এ ঘটনায় এলাকাবাসী হতবাক হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রামকৃঞ্চপুর ইউনিয়নের ভাগজোত বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ক্যাডার হিসাবে পরিচিত মিন্নাত আলী অবৈধভাবে ডিস ব্যবসা করছে এমন সংবাদ পেয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট পার্থ প্রতিম শীল সেখানে অভিযান চালায়। অবৈধ ডিস ব্যবসায়ী মিন্নাত আলী বৈধ কোন কাগজ পত্র দেখাতে না পারায় তার ডিস নেটওয়ার্কের কন্ট্রোল রুম সীলগালা করে দেয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট পার্থ প্রতিম শীল। আগামী রবিবারের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর জন্য নির্দেশ প্রদান করেন। এর কিছুক্ষণ পর আবারও মিন্নাত আলী অন্য দরজা ব্যবহার করে ডিস নেটওয়ার্কের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট পার্থ প্রতিম শীল এর নিকট জানতে চাইলে তিনি জানান, যদি নির্দেশ অমান্য করে ডিস নেটওয়ার্কের কার্যক্রম পরিচালনা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, মিন্নাত আলী স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধ পন্থায় সেটটপ বক্স এনে পাইরেসি করে অবৈধভাবে ডিস ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছে।

এবিএন/জহুরুল হক/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত