বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • হোসেনপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

হোসেনপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

হোসেনপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

হোসেনপুর (কিশোরগঞ্জ), ০৯ মার্চ, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অত্র অফিসের এফডব্লিউ পারভিন আক্তারসহ ১১জন কর্মচারী সম্প্রতি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পত্র জানা যায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলামকে ম্যানেজ করে ইউনিয়ন পর্যায়ে অনেক পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা মাঠে কাজ না করেই বেতন ভাতা নিচ্ছেন। পরিবার কল্যাণ সহকারীদের চাকুরী নিয়োগের শর্ত অনুযায়ী নিজ ওয়ার্ডে অবস্থান করার কথা। কিন্তু পরিবার কল্যাণ সহকারীরা নিজ কর্মস্থলে না থেকে জেলা ও উপজেলা শহরে বসবাস করে থাকেন। যার কারণে দম্পতিগণ প্রয়োজন মূহুর্তে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী পাচ্ছেন না।

যার ফলে বাড়ছে অনাকাঙ্খিত গর্ভধারণ। একজন এফপিআই পরিবার পরিকল্পনা পরিদর্শকও জেলা শহরে বসবাস করছেন। অন্য একজন এফপিআই হোসেনপুর বাজারে অফিস চলাকালীন সময়ে দ্বিধাহীনভাবে নিজ দোকানে বসে ওষুধের ব্যবসা করছেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিজে মাঠ পরিদর্শন না করে এফপিআইদের কথা শুনে কর্মচারীদের অহেতুক হয়রানি করে থাকেন। অধিনস্থ কর্মচারীরা অসুস্থ্য হলেও চিকিৎসাকালীন ছুটির আবেদন মঞ্জুর করেন না। এছাড়াও শ্রান্তি ও চিত্তবিনোদনের ভাতা প্রদান করেন না। পাশাপাশি যাতায়ত (টিএ) বিল থেকে তাকে ৫০%, ৪০% ও ৩০% হারে কমিশন দিতে হয়।

এব্যাপারে আজ শুক্রবার (৯ মার্চ) বিকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের মোবাইল ফোনে (০১৭১১৪৪৭৩৮২) বেশ কয়েকবার কল করলেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত