বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

জিরাবোতে দুটি পোশাক কারখানায় আগুন

জিরাবোতে দুটি পোশাক কারখানায় আগুন

ঢাকা, ০৯ মার্চ, এবিনিউজ : সাভারের জিরাবোতে দুটি পোশাক কারখানায় আগুন লেগেছে। শুক্রবার বিকাল পৌনে চারটার দিকে কারখানা দুটিতে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

জানা গেছে, বিকালে জিরাবো এলাকার এ প্লাস নিটওয়্যার, ইউনিয়ন এক্সেসরিজ নামে দুটি পোশাক কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উত্তরা ও ডিইপিজেড থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ।

তিনি বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে এখনো তা জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত