![লালমনিরহাটে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে হুমকি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/09/abnews-24.bbbbbbbbb_129424.jpg)
লালমনিরহাট, ০৯ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটে ওএমএস কর্মসূচির আটা বিক্রিতে অনিয়মের সংবাদ প্রকাশ করায় দৈনিক শেয়ার বিজ'র জেলা প্রতিনিধি জাহেদুল ইসলাম সমাপ্তকে হুমকি দিয়েছে ওএমএস ডিলার রোকনুজ্জামান রোমান। এ ঘটনায় ওই সাংবাদিক বাদী হয়ে নিজের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, গত রবিবার দৈনিক শেয়ার বিজ পত্রিকায় ‘লালমনিরহাটে ওএমএসের আটা বিক্রিতে অনিয়ম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে লালমনিরহাট সদর উপজেলার নয়ারহাট এলাকার ওএমএস ডিলার রোকনুজ্জামান রোমানের সকল অনিয়মের তথ্য উঠে আসে। এতে ওএমএস ডিলার রোকনুজ্জামান রোমান সাংবাদিক সমাপ্ত’র উপর ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল বৃহস্পতিবার ওএমএস'র ডিলার রোকনুজ্জামান উত্তেজিত হয়ে সাংবাদিক জাহেদুল ইসলাম সমাপ্তকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করেন। এ ঘটনায় সাংবাদিক জাহেদুল ইসলাম সমাপ্ত নিজের নিরাপত্তা চেয়ে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন।
তবে ওএমএস ডিলার রোকনুজ্জামান হুমকির বিষয়টি অস্বীকার করে বলেন, শেয়ার বিজ পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও বানোয়াট।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/তোহা