![বাউফলে নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের শুভ উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/09/sova_abnews_129431.jpg)
বাউফল (পটুয়াখালী), ০৯ মার্চ, এবিনিউজ : চীফ হুইপ আসম ফিরোজ তার নির্বাচনী এলাকা পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া ডালিমা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ শুক্রবার সকালে ১৫ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইনের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ আজ সকল ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। বিশ্ব বাসী এ সফলতা দেখে মাঝে মাঝে আশ্চর্য হয়। এত অল্প সময়ের মধ্যে শেখ হাসিনার হাতে এমন কি যাদু আছে, যে যাদু দিয়ে বাংলাদেশকে রাতারাতি পরিবর্তন করতে পেরেছে।
পটুয়াখালী বিদ্যুৎ সমিতির ডিজিএম একেএম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পান্নু।
আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমীর হোসেন ব্যাপারী, কালাইয়া ইউপি চেয়ারম্যান মনির হোসেন মোল্লা, চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান আলকাস মোল্লা, চীফ হুইপ তনয় রায়হান সাকিব ও ঠিকাদার আবুল কালাম প্রমুখ।
এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/এমসি