শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গফরগাঁওয়ে জামাইকে গাছে বেঁধে মারধর : শ্বশুর আটক

গফরগাঁওয়ে জামাইকে গাছে বেঁধে মারধর : শ্বশুর আটক

গফরগাঁওয়ে জামাইকে গাছে বেঁধে মারধর : শ্বশুর আটক

গফরগাঁও (ময়মনসিংহ), ০৯ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে মেয়ের জামাইকে গাছের সাথে বেধে মারধর করে বাড়িতে আটকে রেখে অভিযোগ দিতে এসে থানা পুলিশের হাতে দরা পরেন শ্বশুর নিজেই। ঘটনাটি ঘটে, গত বৃহস্পতিবার সন্ধায় উপজেলার কদম রসুলপুর গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ছয়ানী রসুলপুর গ্রামের সিরুন মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৬) পার্শ্ববর্তী ছয়ানী রসুলপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ময়না (২২) প্রায় ৩ বছর পূর্বে বিয়ে করে। বিয়ের সময় ময়নার পরিবারের পক্ষ থেকে ফরিদকে এক লক্ষ টাকা যৌতুক দেওয়ার কথা ছিল। কিন্তু দরিদ্র ময়নার পরিবার কথামত টাকা দিতে পারেনি। স্বামী ফরিদ মিয়া টাকার জন্য স্ত্রীকে চাপ দেয়।

এনিয়ে প্রায়ই তাদের মধ্যে বাক-বিতন্ডা হতো বলে ময়না কণ্যা সন্তানকে নিয়ে তিন মাস আগে পিত্রালয়ে চলে আসে। গত বৃহস্পতিবার বিকালে ফরিদ কণ্যাকে দেখতে শ্বশুর বাড়িতে আসে। এ সময় ফরিদ শ্বশুরের কাছে প্রতিশ্রুত এক লাখ টাকা দাবী করায় শ্বশুর সিরুন মিয়াসহ পরিবারের লোকজন ফরিদকে মারধর করে উঠানে পেয়ারা গাছে দড়ি দিয়ে বেধে রাখে।

পরে শ্বশুর সিরুন মিয়া রাতেই মেয়ের জামাই ফরিদ মিয়ার বিরোদ্ধে গফরগাঁও থানায় অভিযোগ করেন। পরে গফরগাঁও থানার এস.আই আহসান হাবিব নেতৃত্বে এক দল পুলিশ সঙ্গীয় ঘটনাস্থল থেকে ফরিদকে উদ্ধার এবং শ্বশুর সিরুন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।

গফরগাঁও থানার এস.আই আহসান হাবিব বলেন, দুই পরিবারের সমঝোতায় মাধ্যমে মোছলেখায় তাদের ছেড়ে দেওয়া হয়।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত