শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কাউখালীতে নষ্ট হচ্ছে কোটি টাকার ফেরি ও পন্টুন

কাউখালীতে নষ্ট হচ্ছে কোটি টাকার ফেরি ও পন্টুন

কাউখালী (পিরোজপুর), ০৯ মার্চ, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীর কঁচা নদীর বেকুটিয়া ফেরি ঘাটের তিনটি ফেরি ও দুটি পন্টুন এবং গ্যাংওয়ে চরে কয়েক বছর ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। আর পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার ওই সম্পদ।

২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে জলোচ্ছ্বাসে ওই দুটি ফেরি ও পল্টুন মারত্মক ক্ষতিগ্রস্ত হয়ে ফেরি ঘাটের অদূরে নদীর চরে আটকে যায়। সিডরের ১০ বছর পার হলেও ক্ষতিগ্রস্ত ফেরি তিনটি চালুর উদ্যোগ তো দূরে থাক অকেজো ফেরি উদ্ধারেরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ফেরি ও পন্টুন নদী চরে বছরের পর বছর আটকে থাকায় বালু ও লোনা জলের প্রবাহে কোটি টাকার এ সরকারি সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। পিরোজপুর-কাউখালী-বরিশাল মহাসড়কের কঁচানদীর বেকুটিয়া ঘাটের তিন ফেরি ও দুটি পন্টুন নদী চরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের পরিত্যক্ত এ তিনটি ফেরি ও পন্টুন রক্ষণা বেক্ষণে কোনো নজরদারী কিংবা অকেজো ফেরি অপসারণের কোনো উদ্যোগ না থাকায় কোটি টাকার সম্পদ নদী চরে ক্ষয় হচ্ছে।

স্থানীয়রা জানান, ইতিমধ্যে এক শ্রেণির চোরা সিন্ডিকেট অকেজো ফেরি ও পন্টুন থেকে রাতের আঁধারে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। এছাড়া অরক্ষিত ওই তিন ফেরি এখন মাদক সেবীদের নিরাপদ মিলন কেন্দ্র। সেখানে সন্ধ্যা ও রাতে মাদকসেবীদের আনাগোনা বাড়ছে। দীর্ঘদিন ধরে এভাবে অকেজো ফেরি ও পন্টুন নদী চরে পরিত্যক্ত পড়ে থাকায় ও দুই ফেরি ঘাটে একটি করে আধা সচল ফেরি দিয়ে পারাপারে জনদুর্ভোগ বাড়ছে।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত