![ময়মনসিংহে নিহত ছাত্রলীগ নেতার দাফন সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/09/shawon_abnews_129436.jpg)
ময়মনসিংহ, ০৯ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা শাওনের দাফন আজ শুক্রবার বিকেল ৩টায় সম্পন্ন হয়েছে।
ময়মনসিংহ জুড়ে নানা কানাঘুষা চলছে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল-রাফী শাওনের গুলিবিদ্ধ হওয়া নিয়ে। সন্দেহের তীর কার দিকে এনিয়ে স্পষ্ট কোনো আলামত পাওয়া যাচ্ছে না। নানা কানাঘুষা আর শাওনের মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি করেছে।
তবে বাবার বক্তব্য থেকে আঁচ করা যাচ্ছে শাওনের মৃত্যুর ঘটনাটি স্বাভাবিক নয়। শাওন যে খুনের শিকার হয়েছে তার বাবার বক্তব্য থেকে এটিই স্পষ্ট। কিভাবে তিনি গুলিবিদ্ধ হলেন, ১১ দিন পরও পুলিশ কিছু বলছে না এবং এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটকও হয়নি।
শাওন গুলিবিদ্ধ হওয়ার পর থেকে মৃত্যুর খবর জানাজানির পর জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেছে।
তবে কেউ শাওনের গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনার বিচার দাবি করে প্রতিবাদ জানায়নি। গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে স্থানীয় ছাত্রলীগ থেকে কোনো কর্মসূচিও গ্রহন করেনি।
গুলিবিদ্ধ শাওনের প্রথম জানাযা গতকাল বৃহস্পতিবার বাদ এশা ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়াম ীলীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, সংসদ সদস্য মোসলেম উদ্দিন, সংসদ সদস্য নাজিম উদ্দিন, জেলা আওয়ামী লীগ সেক্রেটারি মোয়াজ্জম হোসেন বাবুল, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ পৌর মেয়র ইকরামুল হক টিটু,এফবিসিসিআই এর সাবেক পরিচালক আমিনুল হক শামীম, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সেক্রেটারি এহতেশামুল আলম, জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা নূরুজ্জমান প্রমুখ।
উপস্থিত সকলেই তাদের সংক্ষিপ্ত বক্তব্যে শাওনের আত্মার মাগফেরাত কামনা করেন।
নিহত শাওন এর পিতা সাবেক জেলা যুবলীগ সাধারণ সম্পাদক এম এ কদ্দুস বলেন, তার ছেলে অতীতের কারো সাথে খারাপ আচারণ ও ভুলত্র“টির জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি আরো বলেন, যারা শাওনের এ অবস্থা করেছে তাদেরকে আল্লাহ তুমি জনগণের সম্মুখে ধ্বংস করে দিও।
আজ শুক্রবার বাদ জুম্মা তার গ্রামের বাড়ী ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার লক্ষীপুর গ্রামে দ্বিতীয় জানাযা শেষে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য,গত ২৫ ফেব্র“য়ারি রবিবার মধ্যরাতে নগরীর জেলা পরিষদের সামনে তাকে গুলি করা হয়। ময়মনসিংহে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল-রাফী শাওন গুলিবিদ্ধ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে দীর্ঘ ১১দিন চিকিৎসাধীন থাকার পর মারা যায় শাওন।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, গত ২৫ ফ্রেব্র“য়ারি রাতে দুর্বৃত্তরা শাওনকে পেটে গুলি করে। সেদিন রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর অস্ত্রোপচার করা হয়।
পরে তার অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় অবস্থার উন্নতি না হওয়ায় শাওনকে গত ৫ মার্চ ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার শাওন মারা যায়।
তিনি আরও জানান, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। তবে পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিএন/মঈন উদ্দিন/জসিম/এমসি