![দুর্বৃত্তের দায়ের কোপে কোটচাঁদপুরের ব্যবসায়ী আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/09/abnews-24.bbbbbbbbbbbbb_129441.jpg)
কোটচাঁদপুর (ঝিনাইদহ), ০৯ মার্চ, এবিনিউজ : দুর্বৃত্তের ধারালো দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের ব্যবসায়ী আব্দুর রশিদ সর্দার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা রাতে স্থানীয় সলেমানপুর পালপাড়া মোড়ে এ ঘটনাটি ঘটে।
আব্দুর রশিদ সর্দারের ছেলে তন্ময় সরদার জানান, বৃহস্পাতিবার সন্ধ্যা রাতে আামি ও আমর আব্বা মটর সাইকেলে করে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে মটর সাইকেলে গতিরোদ করে দা দিয়ে কোপ শুরু করেন তারা। এ সময় আমি দ্রুত বেগে মটর সাইকেল চালিয়ে সামনে চলে যায়। পরে তারা ওইস্থান থেকে ফিরে চলে যায়। তবে কারা এ হামলা করেছে তা বলতে পারব না। আমার জানামতে আব্বার সঙ্গে কারো তেমন কোন শত্র“তা নাই। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভত্তি করেন।
বর্তমানে সে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে কথা বলতে স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুস সাকিবের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি। কথা হয় কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার সঙ্গে,তিনি বলেন কি ভাবে কি হয়েছে তা বোঝা যাচ্ছে না। তদন্ত চলছে,শেষ হলে বলা যাবে। এ রিপোট লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছিল।
এবিএন/সুব্রত সরকার/জসিম/তোহা