![মাদার তেরেসা গোল্ড মেডেল পেলেন অধ্যক্ষ শফিকুল ইসলাম](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/09/medel_abnews_129443.jpg)
মদন (নেত্রকোনা), ০৯ মার্চ, এবিনিউজ : নেত্রকোনার মদন উপজেলার সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুল ইসলাম সফল শিক্ষাবিদ হিসেবে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ড মেডেল পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিশ্ব মাবাধিকার ফাউন্ডেশনের পক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপিত মো. সিদ্দিকুর রহমান মিয়া প্রধান অতিথি হিসেবে এ পদক দেন।
মাদার তেরেসার কর্মময় জীবন সম্মাননা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা-২০১৮ উপলক্ষে সভায় উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাকির আহম্মদ, বিশ্ব মানবধিকারের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান, উপ-সচিব বাবু তপন কুমার নাথ প্রমুখ।
এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/এমসি