![কলমাকান্দায় ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/09/abnews-24.bbbbbbbbbbbbbb_129444.jpg)
কলমাকান্দা (নেত্রকোণা), ০৯ মার্চ, এবিনিউজ : নেত্রকোণা জেলার কলমাকান্দা অডিটরিয়ামে আজ শুক্রবার কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে মত বিনিময় সভা মালিক সমিতির সম্পাদক সুজন সাহার সঞ্চালনা ও সমিতির সভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস।
বক্তব্য রাখেন চন্দন বিশ্বাস, আনোয়ার হোসেন আজাদ, ইদ্রিস আলী তালুকদার, সুলতান গিয়াস উদ্দিন, রাজ্জাক আহম্মেদ রাজু, আ. ছালাম কেরন, কেশব বণিক, আবুল কালাম আজাদ, একেএম মিজানুর রহমান, ফখরুল ইসলাম লিটু ও পলাশ বিশ্বাস প্রমুখ। মত বিনিময় সভায় ব্যবসায় মালিক সমিতির বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়।
এবিএন/রশিদ আকন্দ/জসিম/তোহা