![লালমনিরহাটে মাদকসহ গ্রেফতার ৬](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/09/arrest_abnews_129447.jpg)
লালমনিরহাট, ০৯ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটে ইরোইন, ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, গতকাল বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ শত ৩ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ জুয়েল হক, ৫ শত গ্রাম গাঁজাসহ নওশাদ আলী ও প্রভাস চন্দ্র রায়, ৭৫ পুরিয়া হেরোইনসহ আইয়ুব আলী ও ২৫ বোতল ফেন্সিডিলসহ এমদাদুল হক নামে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
অন্যদিকে পাটগ্রাম থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে ৫ শত গ্রাম গাঁজাসহ জরিমুদ্দিন নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
আজ শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে লালমনিরহাট জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার এসএম রশিদুল হক।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি