শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন গফরগাঁওয়ের ইউনও

বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন গফরগাঁওয়ের ইউনও

বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন গফরগাঁওয়ের ইউনও

গফরগাঁও (ময়মনসিংহ), ০৯ মার্চ, এবিনিউজ : ‘সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে পেশাগত জ্ঞান ও দক্ষতা ’

সততা উদ্ভাবন, ই-ফাইলিং, সোসাল মিডিয়া ব্যাবহার অভিযোগ প্রতিকারে সহযোগিতাসহ শুদ্ধাচার র্চচা বিষয়ক বিভিন্ন সন্তোষজনক অর্জনের স্বীকৃতি স্বরুপ গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম রহমানকে ময়মনসিংহ বিভাগীয়। শুদ্ধাচার পুরস্কার ২০১৮’ দেওয়া হয়।

আজ শুক্রবার বেলা ১১টায় ময়মনসিংহ বিভাগীয় র্কাযালয়ে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম রহমান এর হাতে এ সম্মাননা তুলে দেন। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ রাশেদুল ইসলাম, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, নেত্রকোনার জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান, জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবীর, শেরপুর জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম রহমান বলেন, একজন উপজেলা র্নিবাহী কর্মর্কতা হিসেবে এই সম্মান আমার ও গফরগাঁও বাসীর জন্য গর্বের। এই স্বীকৃতি আমার ভবিষ্যত পথ চলায় প্রেরণা জোগাবে।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত