![নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছপালা কেটে বসতঘর লুট](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/09/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_129454.jpg)
নরসিংদী, ০৯ মার্চ, এবিনিউজ : নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজের ঘরে নিজেরাই আগুন দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলার পায়তারা করা সহ বাড়ি-ঘর ভাংচুর ও গাছপালা কেটে বসতঘর লুটপাট করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে বোরহান উদ্দিন নামে এক ভূক্তভোগী। আজ বিকেলে জাতীয় মানবাধিকার ইউনিটি নরসিংদী জেলা শাখার উদ্যোগে উক্ত কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিবপুর উপজেলার চৌঘরিয়া গ্রামের ভূক্তভোগী বোরহান উদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১২ সাল থেকে আমার পৈত্রিকসূত্রে পাওয়া ২শতাংশ জমি নিয়ে প্রতিবেশী মোশাররফ হোসেন গং এর সাথে বিরোধ চলে আসছে। তারা বিভিন্ন সময় আমাদেরকে হয়রানী করার জন্য বিভিন্ন রকম হুমকী, ভয়ভীতি ও মিথ্যা মামলা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২০১৭ সালে শিবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করি। সাধারণ ডায়েরীর প্রেক্ষিতে পুলিশ সরেজমিনে তদন্ত করে মোশাররফ হোসেন গংদের বিরুদ্ধে নন এফআইআর প্রসিকিউশন নং- ১৫৯/১৭ তাং- ০৩-১০-২০১৭ইং মূলে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।
তারই প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী হলে গত সোমবার রাতে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে তার বাড়ির লোকজন গভীর রাতে নিজেদের ঘরে নিজেরা আগুন লাগিয়ে আমাকে ফাসানোর চেষ্টা করে। গত মঙ্গলবার গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন আদালত থেকে জামিনে বের হয়ে বুধবার সকালে আমার বাড়ি-ঘর ভাংচুর ও ছোট-বড় অনেকগুলো গাছ কেটে ফেলে। সে এখনো পর্যন্ত আমাকে এবং আমার পরিবারকে নানাভাবে হুমকী দিয়ে যাচ্ছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।
এবিএন/সুমন রায়/জসিম/তোহা