![কালীগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/09/medical_abnews_129460.jpg)
ঝিনাইদহ, ০৯ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ মেডিকেল ক্যাডেট এ্যাসোসিয়েশন আয়োজিত দিনব্যাপি ফ্রি মেডিকেল সেবা, রক্তের গ্রুপিং নির্ণয়সহ রোগীদের মাঝে ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার ঝিনাইদহ কালীগঞ্জের কোলা ইউনিয়ন পরিষদ ভবনে প্রায় ৫ শতাধিক রোগীর এ সেবা প্রদান করা হয়। ঢাকা থেকে আসা চিকিৎসক মামুনুর রশীদ(শিশু), হাফসা খাতুন তৃনা (গাইনী) অনন্যা চৌধুরী (মেডিসিন) সাখাওয়াৎ হোসেন সবুজ (মেডিসিন) জামিল আরাফাত নিবিড় (মেডিসিন)সহ ১১ সদস্য বিশিষ্ঠ চিকিৎসকদের একটি দল প্রত্যন্ত অঞ্চলের এ সকল রোগীদের রোগ নির্নয়সহ তাদের মাঝে ফ্রি ঔষধ বিতরণ করেন।
ক্যাডেট এসোসিয়েশনের সদস্য আদিফ আদনান জানান, তার বাড়ি এ এলাকাতে। এলাকার মানুষকে কিছুটা হলেও সেবা দিতে পেরে ভালো লাগছে।
কোলা বাজার উন্নয়ন ফোরামের সভাপতি জিল্লুর রহমান জানান, চিকিৎসকদের সুন্দরভাবে রোগী দেখার পরিবেশ সৃষ্টিতে তার সংগঠনের কমপক্ষে ৩০ জন সদস্য সারাদিন কাজ করেছে।
বাংলাদেশ মেডিকেল ক্যাডেট এ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন জানান, চিকিৎসকেরা সকলেই ঢাকা থেকে এসেছি। প্রত্যন্ত অঞ্চলের অজোপাড়া গায়ে এসে দরিদ্র মানুষগুলোর সেবা দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি।
তিনি আরও জানান,সিভিল সার্জন ঝিনাইদহ ও কয়েকটি ঔষধ কোম্পানী আমাদেরকে বেশ সহযোগীতা করেছেন। তাছাড়াও স্থানীয় উন্নয়ন ফোরাম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে নিরলস পরিশ্রম করেছে।
৩নং কোলা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ূব হোসেন জানান, বেশ কিছু চিকিৎসক আমার ইউনিয়নের মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে আসছে সেটা শুনতে পেয়ে আগে থেকেই ইউনিয়নে ২ দিনব্যাপি মাইকিংয়ের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করেছি। তারপরও সারাদিন নিজে উপস্থিত থেকে সকলকে সহযোগীতা করেছি।
তিনি আরও বলেন, চিকিৎসকেরা সারাদিন যেভাবে পরিশ্রম করে বিনামূল্যে রোগী দেখেছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাতে হয়।
এবিএন/নয়ন খন্দকার/জসিম/এমসি