
চট্টগ্রাম, ১০ মার্চ, এবিনিউজ : চট্টগ্রামের সাতকানিয়ায় আগুনে পুড়ে মা-ছেলে নিহত হয়েছে। আহত হয়েছে ওই নারীর ২ মেয়ে।
শুক্রবার দিনগত গভীর রাতে উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা গ্রামের শীলপাড়ায় অগ্নিকাণ্ডে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মঞ্জু শীল (৩৫) ও তার ছেলে অমিত শীল (১২)।
আহতদের মধ্যে মঞ্জুর বড় মেয়ে পূর্ণিমা শীলকে (১৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুই মেয়ে ও ছেলেকে নিয়ে ওই বাড়িতে থাকতেন মঞ্জু। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে আগুনে দগ্ধ হয়ে মারা যায় মঞ্জু ও তার ছেলে অমিত। স্থানীয় লোকজন ঘরের জানালা ভেঙে দুই মেয়েকে উদ্ধার করলেও ছোট বোন প্রতিমাকে বাঁচাতে গিয়ে পা দগ্ধ হয় পূর্ণিমার।
এবিএন/সাদিক/জসিম/এসএ