![কয়রায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/10/khulna-g1@abnews_129540.jpg)
কয়রা (খুলনা), ১০ মার্চ, এবিনিউজ : জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উন্নয়ন সংস্থা ইউএসএআইডি, উইনরক ইন্টারন্যাশনাল, ওয়াল্ড ভিশন, নবযাত্রা প্রকল্প, বিশ্বখাদ্য সংস্থা, জেজেএসের সহায়তায় সুন্দরবন উপকূলীয় জনপদ কয়রায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে দুর্যোগের ব্যানার ও প্লাকার্ড সম্বলিত বর্নাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন।
আরো বক্তব্য দেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, যুব উন্নয়ন কর্মকর্তা আঃ রশিদ খান, মৎস্য কর্মকর্তা মো আলাউদ্দিন, নবযাত্রা প্রকল্পের আলবার্ট প্রসাদ বসু, শাহনেওয়াজ, রায়হান শেখ, বিশ্বখাদ্য সংস্থার রেদোয়ান আহমেদ, জেজেএসের মো. রায়হান প্রমুখ।
আলোচনা শেষে দুর্যোগের ওপর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।
এবিএন/শাহীন/জসিম/এমসি