![সদরপুরে আওয়ামী লীগের উঠান বৈঠক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/10/meeting_abnews_129542.jpg)
সদরপুর (ফরিদপুর), ১০ মার্চ, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের পূর্বশ্যামপুর গ্রামে আজ শনিবার সকাল ৯টায় আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মজিবর বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।
তিনি বলেন, ঢাকার সাথে ভাঙ্গালে যোগাযোগ স্থাপন করা হচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নের মহা সড়কে চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে। আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে নৌকা মার্কার জয়যুক্ত করবেন।
তিনি আরও বলেন, যারা প্রধানমন্ত্রীর আত্নীয় পরিচয় দিয়ে বেড়ান তাদেরকে গত নির্বাচন সমাবেশে সদরপুর ষ্টেডিয়াম মাঠে প্রধানমন্ত্রী বলেছেন তারা তারা কোনো আত্বীয় না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- সদরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী জাফর, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফকির আ. ছত্তার, মো. মতিন হাওলাদার, সাংগাঠনিক সম্পাদক আবু আলম রেজা, সাবেক চেয়ারম্যান কাজী জাফর,শ্রমিক লীগ সভাপতি চান মিয়া দেওয়ান, সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার।
এবিএন/সাব্বির হাসান/জসিম/এমসি