বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

হাতীবান্ধায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

হাতীবান্ধায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

লালমনিরহাট, ১০ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটের হাতীবান্ধায় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও মহড়া কর্মসুচী পালিত হয়েছে।

আজ শনিবার সকালে হাতীবান্ধা উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে গোটা শহর প্রদক্ষিণ করে।

পরে স্থানীয় প্রেসক্লাব সংলগ্ন হেলিপ্যাড মাঠে দুর্যোগ মোকাবেলায় এক মহড়া কর্মসূিচ পালিত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম, মাকতুফা ওয়াসীম বেলী, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, সির্ন্দুনা ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন। হাতীবান্ধায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতআরো বক্তব্য রাখেন- কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, পিআইও ফেরদৌস আহম্মেদ, ফায়ার সার্ভিস ইনচার্জ অশোক কুমার, উপজেলা প্রকৌশলী অজয় কুমার রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রমজান আলী।

পরে অগ্নিকান্ডের উপর একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত