শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পার্বতীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পার্বতীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পার্বতীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পার্বতীপুর (দিনাজপুর), ১০ মার্চ, এবিনিউজ : ‘‘জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ শনিবার সকালে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরফদার মাহমুদুল রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজুল ইসলাম, উপ-সহকারী প্রককৌশলী (প্রকল্প) লতিফুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শহিদুল বারী খান লিখন ও পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্কুলের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এর পূর্বে ফায়ার সার্ভিসের একটি মহড়া প্রদর্শন করা হয়।

এবিএন/এম এ জলিল সরকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত