![সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/10/rally_abnews_129549.jpg)
সাপাহার (নওগাঁ), ১০ মার্চ, এবিনিউজ : “জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে উপজেলা চত্ত্বরে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যান চৌধুরী।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান- করেন থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আবু সোয়েব খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল আলম, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, শিরন্টি ইউপি চেয়ারম্যান মাও. আব্দুল বাকী প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
এবিএন/নয়ন বাবু/জসিম/এমসি