শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

খোকসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

খোকসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

খোকসা (কুষ্টিয়া), ১০ মার্চ, এবিনিউজ : আজ শনিবার কুষ্টিয়ার খোকসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও ফায়ার ফাইটিং এর ডিসপ্লে প্রদর্শন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে সকাল সাড়ে ১০টার উপজেলা সদর থেকে এক বর্ণাঢ্য সচেতনমূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি খোকসা-জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে স্থানীয় খোকসা ফায়ার সার্ভিস এর আয়োজনে অগ্নি নির্বাপক বিভিন্ন কলা কৌশল ও আহতদের উদ্ধার চিকিৎসার বিভিন্ন বিষয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনগনকে দেখান হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ বিষ্ণ পদ সাহা, বিআরডিপি অফিসার ইয়ারুল ইসলাম, সেলিম, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা বাবু বৈকুন্ঠ কুমার মন্ডল ও খোকসা জানিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীগণ।

র‌্যালিটি উপজেলা চত্বর হতে শুরু করে খোকসা-জানিপুর স্কুল মাঠে এসে শেষ হয়।

এবিএন/সুমন কুমার মন্ডল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত