বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আড়াইহাজারে ডাকাতির সময় আটক ১

আড়াইহাজারে ডাকাতির সময় আটক ১

আড়াইহাজার (নারায়ণগঞ্জ), ১০ মার্চ, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩ লাখ টাকার মালমাল নিয়ে যায়।

গতকাল শুক্রবার রাতে স্থানীয় দাইরাদী এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে গোপালদী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। এ ঘটনায় জিয়াউল নামে ডাকাত দলের এক সদস্য আটক করেছে পুলিশ। সে ওই এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে।

গোপালদী বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ওসি হাসান জানান, গতকাল শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটেছে। তবে এটি ডাকাতির ঘটনা না, একজন ব্যাক্তি ওই বাড়িতে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে যায়।

পরে সন্দেহজনক ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে। এছাড়াও সে স্থানীয় একটি বাড়িতে ঘটে যাওয়া ডাকাতির মামলারও আসামি।

এবিএন/এম এ হাকিম ভূঁইয়া/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত