![ঝিনাইদহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/10/rally_abenws_129559.jpg)
ঝিনাইদহ, ১০ মার্চ, এবিনিউজ : ‘জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’ এ প্রদিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ওয়াজের আলী স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে ফায়ার সার্ভিসের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতা মুলক মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বাকাহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম, স্টেশন অফিসার দীলিপ কুমার সরকারসহ সরকারী-কর্মকর্তা কর্মচারী, ফায়ার সার্ভিস কর্মী, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শে্িরণ-পেশার মানুষ।
এবিএন/যবনিকা/জসিম/এমসি