![আখাউড়ায় ফেন্সিডিলসহ আটক ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/10/arrest-abnews_129560.jpg)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১০ মার্চ, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফেন্সিডিল ও স্কফসহ একজনকে আটক করা হয়েছে। আজ শনিবার ভোর রাতে পৌরশহরের মসজিদ পাড়া এলাকায় থেকে র্যাব ভৈরব ক্যাম্পের একটি দল অভিযান চালিতে তাকে আটক করে।
জানা যায়, ভৈরব র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এবং এএসপি জোনাঈদ আফ্রাদ এর নেতৃত্বে র্যাবের একটি দল আজ শনিবার ভোরে আখাউড়া পৌরশহরের মসজিদপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল মালেক (৬৪)কে আটক করে।
তার ঘরে তল্লাশী করে আলমারির ভিতর থেকে ১৫৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১০০ বোতল স্কফ উদ্ধার করা হয়। সে মসজিদ পাড়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা বলে জানা গেছে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বলেন, উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আখাউড়া থানায় সোপর্দ করা হয়।
এবিএন/হান্নান খাদেম/জসিম/এমসি