বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কাউখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কাউখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কাউখালী (পিরোজপুর), ১০ মার্চ, এবিনিউজ : “জানবে বিশ্ব জানবে দেশ- দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।

আজ শনিবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এক বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন্ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি বালক বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আঃ অদুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসা আঃ সালাম, বিআরডিপি কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ডিএসবি কর্মকর্তা মিজানুর রহমান, ফায়ার সার্ভিস লিডার আব্দুস সোবাহান, ব্র্যাক সিনিয়র ব্র্যাঞ্চ ম্যানেজার ওসমান গণি।

আরো উপস্থিত ছিলেন- কাউখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সভাপতি মো. তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লিটন কৃষ্ণ করসহ আরও অনেকে।

সভা শেষে দুর্যোগ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে কাউখালী সরকারী বালক বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস এর উদ্যোগে দুর্যোগ প্রস্তুতিমূলক এক মহড়া প্রদর্শন করা হয়।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত