শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আমেনা-বাকী স্কুল এন্ড কলেজে ৭ জন গুণিব্যক্তিকে সম্মাননা প্রদান

আমেনা-বাকী স্কুল এন্ড কলেজে ৭ জন গুণিব্যক্তিকে সম্মাননা প্রদান

আমেনা-বাকী স্কুল এন্ড কলেজে ৭ জন গুণিব্যক্তিকে সম্মাননা প্রদান

ফুলবাড়ী (দিনাজপুর), ১০ মার্চ, এবিনিউজ : আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ আয়োজিত এবং এবি ফাউন্ডেশনের সহযোগিতায় নৈতিক শিক্ষা ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও ৭ জন গুণিজনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক মীর খায়রুল আলম এর সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলোকিত মানুষ গড়ার কারিগর, কবি-সাহিত্যিক, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ আব্দুল্লাহ আল সায়ীদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক।

স্বাগত বক্তব্য রাখেন এবি ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক মো. শামসুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশন এবং স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান।

প্রধান অতিথি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য আলহাজ্ব মহিউদ্দিন, চিকিৎসায় ডাঃ বসন্ত কুমার রায়, লেখিকা লায়লা চৌধুরী, সঙ্গীত ব্যক্তিত্ব উস্তাদ সাইদুম আলী খান (মরনোত্তর) ক্রীড়াবিদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মুক্তিযুদ্ধে আহত মুক্তিযোদ্ধা মাসুম হাসান তোরাব আলী ও নাট্যকার, নাট্য নির্দেশক ও নাট্য সংগঠক এবং বরেন্দ্র নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা দ্বিজেন্দ্র নাথ ব্যানার্জী’র হাতে সম্মাননা ক্রেস্ট ও উত্তরিয় পড়িয়ে সম্মাননা প্রদান করেন।

প্রধান অতিথি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আমরা বাংলাদেশ স্বাধীন করেছি আর তোমরা বাংলাদেশকে বড় করবে। ১৯৭১ সালে আমরা স্বাধীনতার লাইসেন্স পেয়েছি। এই স্বাধীনতাকে রক্ষা করতে হলে চাই শিক্ষকা, জ্ঞান ও আত্মউৎস্বর্গের মানুষিকতা।

এবিএন/আফজাল হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত