![চকরিয়ায় জাতীয় দুর্যোগ দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/10/rally_abnews_129568.jpg)
চকরিয়া (কক্সবাজার), ১০ মার্চ, এবিনিউজ : “জানবে বিশ্ব জানবে দেশ দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ দিবস।
চকরিয়া উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন। দিবসকে ঘিরে আজ শনিবার সকাল ১০টায় র্যালি, আলোচনাসভা ও চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়।
সকালে উপজেলা প্রশাসন চত্বর থেকে এক র্যালী পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন মিলনায়তন ‘মোহনায়’ আয়োজিত এক আলোচনাসভায় মিলিত হন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীর মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম।
সভায় আরো বক্তব্য রাখেন- সিপিবির কর্মকর্তা মুনির চৌধুরী, রেকক্রিসেন্টের কমান্ডার নুরুল আবছার, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জি.এম মহিউদ্দিনসহ প্রমুখ।
পরে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি