বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শ্রীমঙ্গলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শ্রীমঙ্গলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শ্রীমঙ্গলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১০ মার্চ, এবিনিউজ : ‘জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার মৌলভীবাজার শ্রীমঙ্গলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ শাখার আয়োজনে সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ মোকাবেলায় ও গণসচেতনা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় দমকল বাহিনী এক মহড়া প্রদর্শণ করেন।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন প্রমুখ।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত