বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সুপারভাইজার নিহত

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সুপারভাইজার নিহত

চকরিয়া (কক্সবাজার), ১০ মার্চ, এবিনিউজ : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ গেইট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গাছের সাথে ধাক্কা লেগে বাসের সুপারভাইজার মো. আবু তাহের (৩৮) নিহত হয়। এসময় ১০ যাত্রী কমবেশী আহত হয়।

আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুপারভাইজার আবু তাহের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা তিথুয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নাসির উদ্দিন বলেন, আজ শনিবার ভোরে চকরিয়া কলেজ সংলগ্ন এলাকায় কক্সবাজার মুখি যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ১০-১২ জন যাত্রী কমবেশী আহত হলেও সুপারভাইজার আবু তাহের বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলজ হাসপাতালে প্রেরণ করেন।

চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এ.এস.আই আলাউদ্দিন তালুকদার বলেন, ভোরে চকরিয়াতে দুর্ঘটনায় আহত আবু তাহেরকে সকাল ১০টায় চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত