শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা), ১০ মার্চ, এবিনিউজ : জেলার দুর্গাপুরে আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত ‘‘জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তত বাংলাদেশ’’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে এক বর্নাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান।

আরো বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রধান শিক্ষক এ.কে.এম ইয়াহিয়া প্রমুখ।

আলোচনা শেষে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুল মাঠে দুর্যোগ মোকাবিলায় স্কুলের শিক্ষার্থীদের পরিবেশায় দুর্যোগ মোকাবিলায় আমাদের করণীয় কি বিষয়ে এক মহড়া প্রদর্শন করে।

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত