![চিলমারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/10/abnews-24_129579.jpg)
চিলমারী (কুড়িগ্রাম), ১০ মার্চ, এবিনিউজ : “জানবে বিশ্ব জানবে দেশ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ”প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৮ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপ ও টিডি এইচ ফাউন্ডেশনের সহায়তায় একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলী, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু, মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, ফায়ার সার্ভিস লিডার গোলাম মোস্তফা প্রমুখ। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুর্যোগের উপর মহড়া প্রদর্শণ করে।
এবিএন/গোলাম মাহবুব/জসিম/তোহা