![ঢাকা থেকে অপহৃত শিশু জয়পুরহাটে উদ্ধার, অপহরণকারী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/10/abnews-24.b_129580.jpg)
জয়পুরহাট, ১০ মার্চ, এবিনিউজ : ঢাকার দক্ষিনখান থানার চালাবন মৌশাইল এলাকা থেকে অপহরণ করে নিয়ে আসা সুমাইয়া নামের ৬ মাস বয়সী এক শিশুকে জয়পুরহাটের জিতারপুর হঠাৎপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশু অপহরণকারী নাসিমাকে আটক করেছে পুলিশ। অপহরণকারী নাসিমা জিতারপুর হঠাৎপাড়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোমিনুল হক জানান, ঢাকার দক্ষিণ খান এলাকার চালাবন মৌশাইল এলাকার একটি বাসায় জয়পুরহাটের নাছিমা গৃহকর্মীর কাজ করতেন। এই সময়ে পার্শ্বের বাড়ীর সুমাইয়ার পিতা কাঁচামাল ব্যাবসায়ী আজিজুর রহমানের পরিবারের সাথে নাছিমার সখ্যতা গড়ে ওঠে। আর এরই সুবাদে নাসিমা শুক্রবার রাতে শিশু সুমাইয়াকে কৌশলে অপহরণ করে জয়পুরহাটে নিয়ে আসে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দুপুরে জয়পুরহাটের জিতারপুর হঠাৎপাড়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণকারী নাসিমাকে আটক করে পুলিশ। এ ঘটনায় ঢাকার দক্ষিণ খান থানায় অপহরণ মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/তোহা