শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গফরগাঁওয়ে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন

গফরগাঁওয়ে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন

গফরগাঁওয়ে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন

গফরগাঁও (ময়মনসিংহ), ১০ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার গফরগাঁও প্রতিনিধি ও মানবাধিকার কর্মী হুমায়ূন কবীর টিটো সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হন। এ ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

আজ শনিবার বেলা ১১টায় গফরগাঁও প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কেএম এহসান, সাধারণ সম্পাদক রফিকুল বাশার, প্রভাষক গোলাম মো. ফারুকী, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, সাংবাদিক আজিম উদ্দিন মাস্টার, হুমায়ুন কবীর টিটো, রুবেল মাহমুদ, নাজমুল হক বিপ্লব, সংস্কৃতিক কর্মী হেলাল উদ্দিন, চিত্র শিল্পী সুমন প্রমুখ।

প্রসঙ্গত, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার গফরগাঁও প্রতিনিধি সাংবাদিক হুমায়ুরন কবীর টিটো গত সোমবার সকাল ১০টার দিকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌড়াত্ব নিয়ে সরেজমিন সংবাদ সংগ্রহ করতে যান।

এ সময় আল আমিন (২৮) নামে এক দালালের নেতৃত্বে সন্ত্রাসীরা হুমায়ূন কবীর টিটোকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোন সংবাদ না করার জন্য হুমকি দেয়। পরে বেলা সাড়ে এগারটার দিকে হুমায়ুন কবীর টিটোকে শহরের নতুন বাজার এলাকায় আল আমিনের নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী মটর সাইকেলের গতিরোধ করে হামলা করে শারীরীক ভাবে লাঞ্ছিত করে।

এসময় সন্ত্রাসীরা মোটর সাইকেলটি ভাঙচুর করে নগদ ২২৫০ টাকা ও একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে পথচারিরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত